ব্লগার নিলয় হত্যা : তিনজন আটক
ব্লগার নিলয় হত্যার হুমকিদাতাসহ তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানী থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম।
তিনি জানান, মঙ্গলবার রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে হত্যার আগে একজন হুমকিদাতা ও দায় স্বীকারকারী দুইজন রয়েছেন।
আজ বেলা ১২টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হলে জানান তিনি।
জেইউ/আরএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ তরুণদের দক্ষ করে তুলতে ফলমুখী সমবায়ী শিক্ষা প্রবর্তনের প্রস্তাব
- ২ বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
- ৩ মতিঝিলে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ৪ দেশীয় ঐতিহ্য সংরক্ষণে ৫ লাখ ডলার অনুদান দেবে মার্কিন দূতাবাস
- ৫ আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করছে কিছু গণমাধ্যম