ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন

প্রকাশিত: ০৫:২৯ এএম, ১৮ নভেম্বর ২০১৫

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে হাইকোর্ট মাজারের সামনে মানববন্ধন করছে বিভিন্ন সংগঠন। বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের চূড়ান্ত রায়কে কেন্দ্র করে ফাঁসির দাবিতে হাইকোর্টের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন লীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধ সংসদ কেন্দ্রীয় কমান্ড শাখা, বাংলাদেশ স্বাধীনতা পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন এ মানববন্ধনের আয়োজন করে।

Fashe

মানববন্ধনে বক্তারা বলেন, যুদ্ধপরাধীরা বিশ্ব সন্ত্রাসের সহচর, সময় ক্ষেপন নয়, এদের এখনই ফাঁসি দিন।

তারা বলেন, ৩০ লাখ শহীদের রক্ত দিয়ে, ৭০ হাজার মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলায়, রাজাকার আলবদরের ঠাঁই নেই।

Fashe

এদিকে মানবতাবিরোধী অপরাধের আসামি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের চূড়ান্ত রায়কে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Fashe

রায়কে কেন্দ্র করে যাতে কেউ কোনো ধরণের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে সেদিকে বিশেষ গুরুত্ব দিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
 
এএস/এআরএস/এমএস