ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৩০৪ কোটি টাকার মাছ আমদানি করা হয়েছে

প্রকাশিত: ০২:১৭ পিএম, ১৭ নভেম্বর ২০১৫

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক জানিয়েছেন, ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশে চাহিদা পূরণের লক্ষ্যে প্রায় ৩০৪ কোটি টাকা মূল্যের প্রায় ৯৭ হাজার ৩৮৪ মেট্রিক টন মাছ আমদানি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে লক্ষীপুর-২ আসনের মোহাম্মদ নোমানের প্রশ্নের উত্তরে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশ হতে বাংলাদেশে বিভিন্ন প্রজাতির স্বাদু পানির ও সামুদ্রিক মাছ আমদানি করা হয়। ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশে চাহিদা পূরণের লক্ষ্যে প্রায় ৩০৪ কোটি টাকা মূল্যের প্রায় ৯৭ হাজার ৩৮৪ মেট্রিক টন মাছ আমদানি করা হয়।

মুন্সিগঞ্জ-১ আসনের সুকুমার রঞ্জন ঘোষের লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, বর্তমানে জনপ্রতি মাছের বার্ষিক চাহিদা ২১ দশমিক ৯০ কেজি ও জনপ্রতি বার্ষিক মাছ গ্রহণ করা হয় ১৯ দশমিক ৩০ কেজি। দৈনিক জনপ্রতি ৬০ গ্রাম হারে ২০১৫-১৬ অর্থবছরে সমগ্র দেশে মাছের মোট চাহিদা ৪০ লাখ ৫৫ হাজার মেট্রিক টন। উৎপাদন প্রক্ষেপণ ধরা হয়েছে ৩৮ লাখ ৪৮ হাজার মেট্রিক টন।

সরকারের মৎস্যবান্ধব কার্যক্রম পরিচালনা এবং চাষি ও উদ্যোক্তা পর্যায়ে চাহিদাভিত্তিক কারিগরি পরিসেবা প্রদানের ফলে ২০১৩-১৪ অর্থবছরে মৎস্য উৎপাদন হয়েছে ৩৫ দশমিক ৪৮ লাখ মেট্রিক টন। সরকারের সময়োপযোগী পদক্ষেপে ২০১৫-১৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

মৎস্য ও প্রাণিসম্পদক মন্ত্রী জানান, এ খাতের প্রবৃদ্ধির ক্রমধারা অব্যাহত থাকলে আগামী ২০২০-২১ সালের মধ্যে দেশে মৎস্য উৎপাদন ৪৫ লাখ ৫২ হাজার মেট্রিক টন অর্জিত হবে।

এইচএস/এসএইচএস/আরআইপি