ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পাঁচ বছরে নিয়োগ পেয়েছেন ৬৫৪ কর্মকর্তা

প্রকাশিত: ১২:৪৬ পিএম, ১৭ নভেম্বর ২০১৫

বিগত পাঁচ বছরে জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তার সংখ্যা সর্বমোট ৬৫৪ জন বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

মঙ্গলবার জাতীয় সংসদে বিকেলে প্রশ্নোত্তর পর্বে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের উত্তরে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
 
জনপ্রশাসনমন্ত্রী জানান, বিগত ৫ বছরে জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তার সংখ্যা সর্বমোট ৬৫৪ জন। তার মধ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ৫৫১ জন ও জনসাধারণের মধ্য থেকে বিশেষ যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসেবে নিয়োগপ্রাপ্ত ১০৩ জন।

সরকারি নন-ক্যাডারে নিয়োগ হবে ৩ হাজার ৫১৯
পঞ্চগড়-১ আসনের নাজমুল হক প্রধানের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, চলতি অর্থ-বছরে সরকারি নন-ক্যাডার পদে মোট ৩ হাজার ৫১৯ জন লোক নিয়োগ করা হবে। সরকারি দফতরসমূহে শূন্য পদে জনবল নিয়োগ একটি চলমান প্রক্রিয়া।

আশরাফ জানান, বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ এবং এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন দফতর-সংস্থাসমূহের চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম-কমিশনের মাধ্যমে ১ম ও ২য় শ্রেণির শূন্য পদে জনবল নিয়োগ করা হয়ে থাকে। ৩য় ও ৪র্থ শ্রেণির শূন্য পদে সংশ্লিষ্ট দফতর-সংস্থার নিয়োগবিধি অনুযায়ী জববল নিয়োগ করা হয়ে থাকে।

তিনি জানান, বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) ৩৪তম বি.সি.এস পরীক্ষার মাধ্যমে ২ হাজার ১৫৮ টি পদে নিয়োগের জন্য সুপারিশ প্রেরণ করেছে। প্রাক-চরিত্র যাচাই, স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিবেদন পাওয়ার পর উপযুক্ত বিবেচিত প্রার্থীকে শূন্য পদে নিয়োগ প্রদান করা হবে। তাছাড়া বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ থেকে প্রাপ্ত রিকুইজিশনের প্রেক্ষিতে পিএসসি ১ম ও ২য় শ্রেণির গেজেটেড পদে নিয়োগের সুপারিশ করে থাকে। সে মোতাবেক চলতি অর্থ-বছরে সরকারি নন-ক্যাডার পদে মোট ৩ হাজার ৫১৯ জন লোক নিয়োগ করা হবে।

এইচএস/এসকেডি/পিআর

আরও পড়ুন