জনগণকে টিকা দেয়ার পরই আমার অধিকার : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘যারা ফ্রন্টলাইন ফাইটার (সম্মুখসারির যোদ্ধা) বা যাদের পাওয়া খুবই জরুরি, তারা পাওয়ার পর আমার করোনার টিকা পাওয়ার অধিকার আছে।’
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সাথে সাক্ষাৎকালে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এ কথা বলেন।
আপনি কবে করোনার টিকা নিচ্ছেন— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘করোনার টিকার প্রায়োরিটি (অগ্রাধিকার) অনুযায়ী আমার অবস্থান কোথায় আমি জানি না। তবে যারা প্রায়োরিটি লিস্টে আছে তারাই প্রথমে পাবে। লিস্টের (তালিকা) মধ্যে একটি জিনিস দেখেছি, ৫৫ বছরের বেশি বয়স্করা টিকা পাবেন। আমার বয়স ৫৫ এর বেশি। আমি টিকা পাওয়ার যোগ্য।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি দেশের যারা ফ্রন্টলাইন ফাইটার তারাই পাওয়ার অধিকার রাখে প্রথমে। প্রধানমন্ত্রী বলেছেন, আমরা জনগণকে দিয়ে পরে আমরা নেব। আমিও ব্যক্তিগতভাবে মনে করি জনগণকে টিকা দেয়ার পর... যারা ফ্রন্টলাইন ফাইটার বা যাদের টিকা পাওয়া খুবই জরুরি তারা পাওয়ার পর আমাদের অধিকার। যদিও ৫৫ বছর বয়স হিসেবে আমার একটা অধিকার আছে। তবে আমি মনে করি জনগণের অধিকার আগে।’
আইএইচআর/এমএসএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, প্রজ্ঞাপন জারি
- ২ নিজের ‘দুর্নীতির অভিযোগ’ নিয়ে যা বললেন দুদকের নতুন চেয়ারম্যান
- ৩ বিআরটিএ পরিচালকের সঙ্গে ট্রান্সপোর্ট রিপোর্টার্স সদস্যদের সাক্ষাৎ
- ৪ উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাদের জন্য বরাদ্দ হচ্ছে অফিস-ল্যাপটপ
- ৫ অপরিকল্পিত উন্নয়ন খাদ্য জোগানে সবচেয়ে বড় বাধা: উপদেষ্টা ফরিদা