দেশের মানুষ নির্ভয়ে টিকা নিতে পারেন : সেব্রিনা ফ্লোরা
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনার ভ্যাকসিনকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ দাবি করে দেশের মানুষকে নির্ভয়ে টিকা নিতে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সেব্রিনা ফ্লোরা।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে টিকাদান কার্যক্রম বুথ পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এ কথা বলেন।
সেখানে চারটি রেজিস্ট্রেশন পয়েন্ট ও চারটি ভ্যাকসিন পয়েন্টের মাধ্যমে বিএসএমএমইউ’র স্বাস্থ্যকর্মীরা টিকা গ্রহণ করেন।
ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, ভারত থেকে যে টিকা এসেছে এটি নিরাপদ। এ সময় তিনি পৃথিবীতে করোনার যত টিকা আবিষ্কার হয়েছে সেগুলোর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা সবচেয়ে নিরাপদ বলেও মন্তব্য করেন।
তিনি আরও বলেন, যেকোনো টিকার পার্শ্বপ্রতিক্রিয়া হয়। মানুষকে সচেতন করতেই আমরা পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বলছি। সুতরাং দেশের মানুষ নির্ভয়ে এ টিকা নিতে পারেন।
এওয়াইএইচ/এমআরআর/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, প্রজ্ঞাপন জারি
- ২ নিজের ‘দুর্নীতির অভিযোগ’ নিয়ে যা বললেন দুদকের নতুন চেয়ারম্যান
- ৩ বিআরটিএ পরিচালকের সঙ্গে ট্রান্সপোর্ট রিপোর্টার্স সদস্যদের সাক্ষাৎ
- ৪ উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাদের জন্য বরাদ্দ হচ্ছে অফিস-ল্যাপটপ
- ৫ অপরিকল্পিত উন্নয়ন খাদ্য জোগানে সবচেয়ে বড় বাধা: উপদেষ্টা ফরিদা