ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রথম দিনে টিকা নিলেন ২৬ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ২৭ জানুয়ারি ২০২১

দেশে করোনা টিকাদান শুরুর প্রথম দিন টিকা নিয়েছেন মোট ২৬ জন। এদিন ৩২ জনের টিকা নেয়ার কথা ছিল। শারীরিক সমস্যা ও অন্যান্য কারণে ছয়জনকে টিকা দেয়া হয়নি।

বুধবার (২৭ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুর্মিটোলা হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

টিকা কমিটির সমন্বয়ক কুর্মিটোলা হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ মেহেদী হাসান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

ভ্যাকসিন গ্রহণকারী প্রথম পাঁচজন হলেন- কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নার্স রুনু বেরুনিকা কস্তা, চিকিৎসক আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশের মতিঝিল বিভাগের কর্মকর্তা দিদারুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ।

list.jpg

এসএম/এসএস/এমএস