প্রথম টিকা নিলেন যে ৫ জন
আনুষ্ঠানিকভাবে দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বুধবার এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের প্রথম ব্যক্তি হিসেবে এ টিকা নিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নার্স রুনু বেরুনিকা কস্তা।
টিকা নেয়ার আগে নার্স রুনু বেরুনিকাকে প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেন, ‘তোমার ভয় লাগছে না তো?’ উত্তরে রুনু ‘না’ বললে প্রধানমন্ত্রী বলেন, ‘খুব সাহসী তুমি। তোমার জন্য শুভ কামনা। তুমি আরও বেশি করে রোগীদের সেবা কর।’
রুনুর পর টিকা নেন চিকিৎসক আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশের মতিঝিল বিভাগের কর্মকর্তা দিদারুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সঞ্চালনা করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন।
এসএস/এমএস