কাফনের কাপড় মাথায় বেঁধে শিক্ষকদের প্রতিবাদ
এমপিওভুক্তির দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে আন্দোলন কর্মসূচি পালন করছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনের ২২ তম দিনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, আমরা তিন সপ্তাহ ধরে দিন রাত প্রেসক্লাবের সামনে ফুটপাতে পড়ে আছি। আমাদের জন্য সংশ্লিষ্টরা কোনই পদক্ষেপ নিচ্ছেন না।
এর আগে ২৬-২৭ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে ও ২৮-২৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এরপর ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ৬ দিন অনশন পালিত হয়।
১৭ তম দিনে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ এবং ১৮ তম দিনে শূন্য থালা হাতে নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে তারা। কিন্তু তারপরও এমপিওভুক্তির দাবি আদায় না হওয়ায় শিক্ষক নেতৃবৃন্দ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
এএস/জেডএইচ/এমএস