ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইনে যুক্তরাজ্যফেরতসহ ৩৬ যাত্রী

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ২৫ জানুয়ারি ২০২১

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় (২৪ জানুয়ারি সকাল ৮টা থেকে ২৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত) মোট ৩৬ যাত্রীকে সরকার নির্ধারিত আবাসিক হোটেল ও সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে।

তাদের মধ্যে ৩৪ জন যুক্তরাজ্যফেরত, একজন কলকাতাফেরত এবং কাতারফেরত একজন। কলকাতাফেরত যাত্রী অ্যান্টিজেন পরীক্ষার ফলাফল এবং কাতারফেরত যাত্রী করোনা নেগেটিভ সনদ ছাড়াই দেশে ফেরায় কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২৭টি ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দর দিয়ে চার হাজার ৯১৫ জন যাত্রী দেশে ফিরেছেন।

শাহজালাল বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, নতুন নিয়মে সরকার নির্ধারিত হোটেলে চারদিন কোয়ারেন্টাইনে থাকার পর যুক্তরাজ্যফেরত যাত্রীদের প্রত্যেকের নমুনা পরীক্ষা করা হচ্ছে। নেগেটিভ হলে ১০ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। পজিটিভ হলে সরকারি কোভিড হাসপাতালে পাঠানো হচ্ছে। নিজ খরচে চিকিৎসা নিতে হচ্ছে যাত্রীদের।

এমইউ/এমএসএইচ/এমএস