ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

স্বাস্থ্যখাতে বাংলাদেশের অর্জনে কানাডার সন্তোষ

প্রকাশিত: ০৩:১৪ পিএম, ১৬ নভেম্বর ২০১৫

স্বাস্থ্যখাতে বাংলাদেশের অর্জনে সন্তোষ প্রকাশ করেছে কানাডা। ঢাকায় সফররত কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের এশিয়া প্যাসিফিক প্রোগ্রামিং-এর মহাপরিচালক জেফ নানকিভেল সোমবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে সাক্ষাৎকালে একথা বলেন।

স্বাস্থ্যখাতের এমডিজি অর্জনে বাংলাদেশের সাফল্যে স্বাস্থ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে নানকিভেল বলেন, স্বাস্থ্যখাতে বাংলাদেশের অর্জনকে আরো সমৃদ্ধ করতে অধিক দক্ষ জনবল প্রয়োজন। কানাডা এক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত।

এসময় মোহাম্মদ নাসিম বলেন, সীমাবদ্ধ বাজেট নিয়ে বাংলাদেশ স্বাস্থ্যখাতে ব্যাপক অগ্রগতি অর্জন করে চলেছে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার রাজনৈতিক স্বদিচ্ছা নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে।

বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনোত-পিয়েরে লারামি প্রমুখ উপস্থিত ছিলেন।

এসকেডি/আরআইপি