ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনা মোকাবিলায় মিডিয়া সেল পুনর্গঠন

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ২১ জানুয়ারি ২০২১

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানাকে সভাপতি ও পরিচালক (এমআইএস) ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমানকে সদস্য সচিব করে আট সদস্যের মিডিয়া সেল পুনর্গঠন করা হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে সেলটি পুনর্গঠন করা হয়।

অফিস আদেশে বলা হয়, করোনা মহামারি মোকাবিলায় স্বাস্থ্য অধিদফতর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন মিডিয়াকে তথ্য সরবরাহ করার জন্য পূর্বে গঠিত মিডিয়া সেল সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু বর্তমানে মিডিয়া সেলের কর্মপরিধি অনেক বৃদ্ধি পেয়েছে।সে লক্ষ্যে মিডিয়া সেলের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এটি পুনর্গঠন করা হয়েছে।

মিডিয়া সেলের অন্যান্য সদস্য হলেন সিডিসিরি লাইন ডিরেক্টর (মুখপাত্র) অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন, এনডিসিরি লাইন ডিরেক্টর (মুখপাত্র) অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন, এম এনসিএইচের লাইন ডিরেক্টর ডা. শামসুল হক, আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন, এম আইএস স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের প্রধান ডা. শাহ আলী আকবর আশরাফি এবং এমআইএস সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট সুখেন্দু শেখর রায়।

এমইউ/ইএ/জিকেএস