টিকার মান ও কার্যকারিতা নিশ্চিতে প্রটোকল, প্রকাশ হচ্ছে গেজেট
করোনা ভ্যাকসিনের মান নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করার লক্ষ্যে ‘ফার্মাকোভিজিল্যান্স প্রটোকল ফর কোভিড-১৯ ভ্যাকসিন’ শীর্ষক প্রটোকলটি গেজেট আকারে প্রকাশ করতে নির্দেশনা দেয়া হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ওষুধ প্রশাসন-১ শাখার সহকারী সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে প্রণীত প্রটোকলটি বাংলাদেশে গেজেট আকারে প্রকাশের নির্দেশনা প্রদান করেন।
এতে করোনা ভ্যাকসিন দেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া ফলোআপ করাসহ সামগ্রিক ভ্যাকসিন কার্যক্রম পরিচালনার বিস্তারিত তথ্য-উপাত্ত রয়েছে।
জেলা ও সিটি করপোরেশন এলাকায় সিভিল সার্জনকে সভাপতি ও ডেপুটি সিভিল সার্জনকে সদস্য সচিব করে আট সদস্যের কমিটি থাকবে। এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক বা সুপারিনডেনটেন্ট অব ড্রাগস, মেডিসিন স্পেশালিস্ট বা মেডিসিন সাব স্পেশালিস্ট, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ), জেলা সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার, ইপিআই সুপারিনডেনটেন্ট এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
সিটি করপোরেশন এলাকায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে সভাপতি ও সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা বা মেডিকেল অফিসারকে সদস্য সচিব করে ছয় সদস্যের কমিটি গঠিত হবে। অন্য চার সদস্য হলেন- মেডিসিন স্পেশালিস্ট বা মেডিসিন সাব স্পেশালিস্ট, সংশ্লিষ্ট জোনাল মেডিকেল অফিসার বা সহকারী হেলথ অফিসার, ইপিআই সুপারভাইজার এবং স্থানীয় সহকারী পরিচালক বা ওষুধ প্রশাসন অধিদফতরের সুপারিনডেনটেন্ট অব ড্রাগস।
এমইউ/এআরএ/জিকেএস