ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কোয়ারেন্টাইনে পাঠানো যুক্তরাজ্যফেরত যাত্রী সংখ্যা ৫০০ ছাড়িয়েছে

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১৯ জানুয়ারি ২০২১

সরকারি নির্দেশনায় কোয়ারেন্টাইনে পাঠানো যুক্তরাজ্যফেরত যাত্রীর সংখ্যা পাঁচশ ছাড়িয়েছে। ১ থেকে ১৯ জানুয়ারি দুপুর পর্যন্ত যুক্তরাজ্য থেকে তারা দেশে ফেরেন। তারা সাথে করোনা সনদ নিয়ে ফিরলেও সরকারি নির্দেশনায় তাদের নির্ধারিত হোটেলে নিজ খরচে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।

এদের মধ্যে অনেকেই ইতিমধ্যে কোয়ারেন্টাইন শেষ করে নমুনা পরীক্ষায় নেগেটিভ হয়ে বাড়ি ফিরে গেছেন। ১৮ জানুয়ারি একদিনেই ১১৯ জন বাড়ি ফেরেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

কর্তব্যরত স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ১৮ জানুয়ারি সকাল ৮টা থেকে ১৯ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৭টি ফ্লাইটে চার হাজার ৬৬৮ জন যাত্রী ফেরেন। তাদের মধ্যে ছয়টি ফ্লাইটের ৮২ জন যাত্রীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

উল্লেখ্য, ১ জানুয়ারি থেকে যুক্তরাজ্য ফেরত যাত্রীদের কারো সঙ্গে আরটিপিসিআর ল্যাবরেটরিতে করা করোনা নেগেটিভ সনদ থাকলেও তাদের বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। পরে ১৬ জানুয়ারি থেকে তাদের চারদিনের কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। চারদিন পর নমুনা পরীক্ষায় নেগেটিভ হলে তাদের হোম কোয়ারেন্টাইনে যাওয়ার অনুমতি দেয়া হয়।

এমইউ/এমএইচআর/এমকেএইচ