ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

স্বামী হত্যার বিচার চান খায়রুন্নেসা

প্রকাশিত: ০৯:০৬ এএম, ১৬ নভেম্বর ২০১৫

‘আমি টাকা পাইলে আমার পরিবার হয়তো স্বচ্ছল হবে কিন্তু মানসিক শান্তি কখনো পাবো না। আমার আর্থিক স্বচ্ছলতার চাইতে বেশি গুরুত্বপূর্ণ স্বামী হত্যার বিচার। আমি আমার স্বামী ইব্রাহিম মোল্লা হত্যার বিচার চাই।’ সোমবার পুলিশ সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনের পর জাগো নিউজকে এসব কথা বলেন নিহত এএসআই ইব্রাহিম মোল্লার স্ত্রী খায়রুন্নেসা।

উল্লেখ্য, গাবতলী পর্বত সিনেমা হলের সামনে দায়িত্ব পালনকালে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন দারুস সালাম থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লা।

সোমবার দুপুর ১২টায় পুলিশ সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে অতি সম্প্রতি কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায়, দুর্বৃত্তদের আক্রমণে নিহত ১৪ পুলিশ সদস্যের পরিবারকে ৬১ লাখ টাকা প্রদান করে পুলিশ সদর দফতর।

সাড়ে ৫ বছর বয়সী মেয়ে জান্নাতুল ফেরদৌস ইরা এবং ২২ বছর বয়সি ছেলে ইয়াসিন আরাফাত পরাগকে নিয়ে পুলিশ সদর দফতরে হাজির হন তিনি। পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হকের কাছ থেকে ৫ লাখ টাকা ও লিখিত শোকবার্তা পত্র গ্রহণ করেন।

স্বামী হত্যার বিচার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আজ পুলিশ সদর দফতর এখানে ডেকে চেক হস্তান্তর করে যে সম্মান দিয়েছেন সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। তবে আমার কাছে আর্থিক স্বচ্ছলতার চাইতে বেশি গুরুত্বপূর্ণ স্বামী ইব্রাহিম মোল্লা হত্যার বিচার। আজ যদি স্বামী হত্যাকারীদের বিচারের বিষয়টি দেখতে পেতাম তাহলে বেশি খুশি হতাম।

আবেগাপ্লুত কন্ঠে খায়রুন্নেসা বলেন, আমার অনেক কষ্ট হবে, সংগ্রাম করতে হবে। বাবাহীন ছেলে-মেয়েকে মানুষ করতে হবে। তবে আত্মতৃপ্তির কোনো জায়গা নেই। বাবা হারা সন্তানের মুখ দেখলে দিশেহারা হয়ে যাই।

শুধু ইব্রাহিম মোল্লা নয়, আশুলিয়াস্থ শিল্প পুলিশের-১ কনস্টেবল (৭৯১) মো. মুকুল হোসেন (২৩) এর বাবা সহিদুল ইসলামসহ কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায়, দুর্বৃত্তদের আক্রমণে নিহত মো্ট ১৪ পুলিশ সদস্যের পরিবারের আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।

জেইউ/জেডএইচ/এমএস