ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সন্ধ্যায় প্যারিস যাচ্ছেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৫:০১ এএম, ১৬ নভেম্বর ২০১৫

ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার পর দেশটিতে সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউনেস্কোর ৭০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত সম্মেলনে যোগদানের লক্ষ্যে তিন দিনের সফরে প্যারিস যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। তবে প্রধানমন্ত্রীর পরিবর্তে তার প্রতিনিধি হিসেবে সদ্য নির্বাচিত ইউনেস্কোর ভাইস প্রেসিডেন্ট শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্যারিস যাচ্ছেন আজ (সোমবার)।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, আজ সন্ধ্যায় প্যারিসে উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং মঙ্গলবার ইউনেসকোর সাধারণ সম্মেলনে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের একটি অধিবেশনে যোগদান করবেন তিনি।

এদিকে প্যারিসে সন্ত্রাসী হামলার পরও প্রধানমন্ত্রীর সফরে যাওয়ার চিন্তা-ভাবনা করেছিলেন। প্যারিসে ইউরোপে দায়িত্বরত বাংলাদেশি কূটনীতিকদের একটি পূর্বনির্ধারিত সম্মেলন বাতিল করে শুধুমাত্র ইউনেস্কোর মূল সম্মেলনে যোগদানের চিন্তা করা হয়। কিন্তু হামলার পরসম্মেলনে যোগদানের বিষয়ে অনেক দেশই কর্মসূচি বাতিল করায় শেষ পর্যন্ত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরও বাতিলের সিদ্ধান্ত হয়।

এ সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দের বৈঠক হওয়ার কথা ছিল।

আরএস/এমএস

আরও পড়ুন