ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শনাক্তের হার নামল ৫ শতাংশের নিচে

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ১৪ জানুয়ারি ২০২১

করোনাভাইরাস সংক্রমণ শনাক্তে গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ৬০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৪ দশমিক শূন্য ৯০ শতাংশ।

এই সময়ের মধ্যে আরও ১৬ জন করোনা আক্রান্ত ব্যক্তি মারা গেছেন। নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ৮১৩ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট ৫ লাখ ২৫ হাজার ৭২৩ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হলো। তাদের মধ্যে মারা গেছেন ৭ হাজার ৮৪৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৭০ হাজার ৭০৫ জন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

রোগতত্ত্ববিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাসে শনাক্তের হার পাঁচ শতাংশ বা তার নিচে থাকলে এবং চার সপ্তাহ তা অব্যাহত থাকলে দেশে ‌‘করোনাভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে’ এমনটা বলা যাবে। গত বছরেরর ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ক্রমেই শনাক্তের হার বাড়তে থাকে। একসময় শনাক্তের হার গিয়ে ঠেকে ২২-২৩ শতাংশ পর্যন্ত।

এমইউ/এসএস/জেআইএম