ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকায় সুইডিশ উপমন্ত্রী

প্রকাশিত: ০২:১১ পিএম, ১৫ নভেম্বর ২০১৫

বাংলাদেশ উন্নয়ন ফোরাম ২০১৫ বৈঠকে যোগ দিতে সুইডিশ কর্মসংস্থান উপমন্ত্রী আইরিন ভেনেমো দু’দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। রোববার সকালে তিনি ঢাকা আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (রোববার) রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) দু’দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন।
 
সুইডিশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, সফরকালে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হকের সঙ্গে আইরিন ভেনেমোর বৈঠকের কথা রয়েছে। এছাড়া বৈঠককালে রানা প্লাজা ধসের পর আড়াই বছরে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন ও শ্রম বাজারের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেবেন তিনি।

পাশাপাশি বিজিএমইএ এবং বিভিন্ন ব্রান্ডের সহযোগিতায় সুইডিশ অর্থায়নে পরিচালিত তৈরি পোশাক খাতের দক্ষতা উন্নয়নে এবং প্রকল্প পরিদর্শন করবেন তিনি।
 
বাংলাদেশ সুইডেন এবং আইএলও’র পাশাপাশি কোম্পানি, ট্রেড ইউনিয়ন ও এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনের যৌথ প্রচেষ্টায় ‘গ্লোবাল ডিল প্রজেক্ট পরিদর্শন করবেন সুইডিশ উপমন্ত্রী।

আরএস/আরআইপি