ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সিএনজি’র পরিবর্তে আসছে এলপিজি

প্রকাশিত: ১২:২৯ পিএম, ১৫ নভেম্বর ২০১৫

যানবাহনে ব্যবহৃত সিএনজি’র বিকল্প হিসেবে সরকার এলপিজি ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারে এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, সরকার সিএনজি ব্যবহারে সংকোচনশীল নীতি গ্রহণ করেছে। কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি)’র বিকল্প হিসেবে যানবাহনে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

ঢাকা-৬ আসনের কাজী ফিরোজ রশীদের অপর এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কমে গেলেও যেকোনো মুহূর্তে বৃদ্ধি পেতে পারে। দ্রব্যমূল্য, পরিবহন খাতসহ অর্থনীতির সকল স্তরে জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির জন্য প্রভাব পড়া স্বাভাবিক।

দেশে লিটার প্রতি জ্বালানি তেলের মূল্য হ্রাসের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি।

এইচএস/আরএস/আরআইপি