বিমান বাহিনীর গোলাবর্ষণ মহড়া
বাংলাদেশ সামরিক প্রশিক্ষণ এলাকাস্থ (ভিজিডি-২৮) হলুদিয়া, বান্দরবানে বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ থেকে ভূমিতে গোলাবর্ষণ মহড়া `এক্সারসাইজ ঈগল আই-২০১৫-৪’ শুরু হয়েছে। রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।
উক্ত মহড়ায় বিমান বাহিনীর মিগ-২৯বি/ইউবি, এফ-৭বিজিআই/এফটি-৭বিজিআই, এফ-৭বিজি/এফটি-৭বিজি, এফ-৭এমবি/এফটি-৭বি, কে-৮ডব্লিউ যুদ্ধবিমান, এন-৩২ পরিবহন বিমান এবং এমআই সিরিজের হেলিকপ্টার অংশগ্রহণ করবে। মহড়াটি আগামী ২১ নভেম্বর ২০১৫ তারিখ পর্যন্ত প্রত্যহ সকাল৮টায় শুরু হয়ে বিকাল ৪.৩০টা পর্যন্ত চলবে।
মহড়ায় আকাশ হতে ভূমিতে গোলা বর্ষণের পাশাপাশি আকাশযুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল, বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ সক্ষমতা মূল্যায়ন এবং এর দুর্বলতাসমূহ চিহ্নিত করে আরো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার অনুশীলন করা হবে। বাংলাদেশ বিমান বাহিনীর উল্লিখিত বিমানের বৈমানিকরা ও বিভিন্ন পদবীর বিমান বাহিনীর সদস্যরা মহড়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।
এসএ/জেডএইচ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ