ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করার দাবি

প্রকাশিত: ০২:০৯ পিএম, ১২ জুলাই ২০১৪

বিশ্বের ৪০ কোটি মানুষ বাংলা ভাষা ব্যবহার করছে, তাই বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করার দাবি জানিয়েছে আন্তর্জাতিক তিনটি সংগঠন।

শনিবার জাতীয় গণগ্রন্থাগারের ভিআইপি মিলনায়তনে বিশ্ব বাঙালি সম্মেলন, দক্ষিণ এশিয়া সাহিত্য সংস্কৃতি পরিষদ ও এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।

অনুষ্ঠানে বিশ্ব বাঙালি সম্মেলন ও দক্ষিণ এশিয়া সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি কবি মুহম্মদ আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, আওয়ামী লীগের সহসম্পাদক এম এ করিম, বিশ্ব বাঙালি সম্মেলনের যুগ্ম মহাসচিব অধ্যাপক এম এ রকিব খান, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. দুলাল মিয়া প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার জাতিসংঘে বাংলাকে বিশ্বসংস্থাটির দাফতরিক ভাষা করার দাবি জানিয়েছেন উল্লেখ করে  চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, বাংলা ভাষা অচিরেই জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হবে।

কবি মুহম্মদ আবদুল খালেক বলেন, “বিশ্বের ৪০ কোটি বাঙালির ভাষা বাংলা। এই ৪০ কোটি বাঙালির পক্ষে বাংলা ভাষা জাতিসংঘের দাফতরিক ভাষা করার প্রচেষ্টা চালানো হচ্ছে এবং এই প্রচেষ্টা বিশ্ব বাঙালি সম্মেলনের পক্ষ থেকে আমরা চালিয়ে যাচ্ছি।”

আবদুল খালেক বলেন, “বাংলাদেশে ১৬ কোটি বাঙালি থাকলেও পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মনিপুর, নাগাল্যান্ড, বিহার, উড়িষ্যা ইত্যাদি অঞ্চলের বাঙালিদের নিয়ে সর্বমোট সংখ্যা ৪০ কোটির ওপর। এই ৪০ কোটি বাঙালির দাবি বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।