ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সংসদের মুলতবি বৈঠক বিকেলে

প্রকাশিত: ০৮:০৫ এএম, ১৫ নভেম্বর ২০১৫

দুই দিন বিরতির পর জাতীয় সংসদের চলমান অষ্টম  অধিবেশনের মুলতবি বৈঠক রোববার বিকেল সাড়ে চারটায় শুরু হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠক শুরুর কথা রয়েছ ।

বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব চলবে। আজ তথ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের প্রশ্নোত্তর রয়েছে।

এরপর জরুরি জন গুরুত্ব সম্পন্ন  বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) এর আওতায় আওতায় প্রাপ্ত নোটিশসমূহ নিষ্পত্তি। এরপর জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) এর গৃহীত নোটিশসমূহের উপর আলোচনা । এরপর আইন প্রণয়ণ কার্যবলী।

সংসদের কার্যপ্রণালী বিধির ১৪৭ ধারায় শেখ ফজলে নূর তাপস (ঢাকা-১০) একটি প্রস্তাব আনবেন। তার প্রস্তাবটি হল-প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ অধিবেশনে চলতি বছর ‘পলিসি লিডারশিপ’ ক্যাটাগরিতে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ান অব দ্যা আর্থ, ২০১৫‘ এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থার (আইটিইউ) “আইসিটি টেকসই উন্নয়ন” পুরস্কার পেয়ে দেশ ও জাতির জন্য বিরল সম্মান অর্জন করায় জাতীয় সংসদে বিশেষ আলোচনার মাধ্যমে তাকে ধন্যবাদ জানানো হোক। আর এই প্রস্তাবের উপর আলোচনা হবে সংসদে। পরে ধন্যবাদ প্রস্তাবটি গৃহীত হবে বলে জানা গেছে।

গত রোববার বিকেল সাড়ে চারটায় এই অধিবেশন শুরু হয়েছে।  এই অধিবেশন ২৩ নভেম্বর পর্যন্ত চলবে।

এর আগে দশম সংসদের সপ্তম অধিবেশন ১০ সেপ্টেম্বর শেষ হয় মাত্র আট কার্যদিবসেই। এটি গত ১লা  সেপ্টেম্বর শুরু হয়েছিল। দশম সংসদের পথচলা শুরু হয় গত ২৯ জানুয়ারি। এ সংসদেই প্রথমবারের মতো বিরোধী দলের আসনে বসে জাতীয় পার্টি।

এইচএস/এমএস