প্যারিসে বাংলাদেশিদের জন্য হটলাইন চালু
ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৫৩ জন নিহতের প্রেক্ষিতে হটলাইন চালু করেছে সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
এতে উদ্ভূত পরিস্থিতিতে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে থাকা তাদের আত্মীয়-স্বজন দূতাবাসের সঙ্গে ফোনে সরাসরি যোগাযোগ করতে পারবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-পরিচালক (মিডিয়া) মোহাম্মাদ কামরুজ্জামান ভুইয়ার বরাত দিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
হটলাইনের জন্য যে টেলিফোন নম্বর দেওয়া হয়েছে তা হলো : +৩৩১৪৬৫১৯০৩৩।
এ ছাড়া তথ্য জানার জন্য আরও দুটি নম্বরে যোগাযোগ করা যাবে বলে উল্লেখ করা হয়েছে। এ দুটি নম্বর হল- ১. টি এম রেজা- +৩৩৬৫১৩৬০২২২ এবং ২. +৩৩৬১৪৪৯৭০৯৫।
এসকেডি/এমএস