ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রেল নেটওয়ার্কের আওতায় আসবে দেশ : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১৪ নভেম্বর ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার যোগাযোগ ব্যবস্থার আরো উন্নয়নের লক্ষ্যে সমগ্র দেশকে রেলওয়ে নেটওয়ার্কের অধীনে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছে।

সফররত এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) প্রেসিডেন্ট জিন লিকুন শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাত করতে গেলে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সড়ক ও নৌপথের পাশাপাশি রেলপথে আরো বেশি পণ্য পরিবহন করতে চাই। তাই, আমরা রেল খাতের উন্নয়ন ও আধুনিকায়নে গুরুত্ব দিচ্ছি।

সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের অংশগ্রহণে চার জাতি বিবিআইএন সহযোগিতা সম্পর্কে আলোচনাকালে শেখ হাসিনা বলেন, এটি আমার একটি উদ্যোগ যা এখন বাস্তবায়িত হচ্ছে।

বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমারের অর্থনৈতিক করিডোর উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, এটির অধিক সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভি, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. আবুল কালাম আজাদ এবং সিনিয়র ইআরডি সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

একে/আরআইপি