ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় কনভেনশন ডিসেম্বরে

প্রকাশিত: ০১:০৯ পিএম, ১৪ নভেম্বর ২০১৫

জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিরোধের লক্ষ্যে দেশব্যাপী ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে ডিসেম্বরে জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত সাম্প্রদায়িকতা বিরোধী মতবিনিময় সভায় এ ঘোষণা দেন বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক আবেদ খান।

তিনি বলেন, ‘দেশব্যাপী জঙ্গি হামলা প্রতিরোধ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এখনই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তি একত্র হয়ে কাজ করবো। সবার ঐক্যবদ্ধ অংশগ্রহণে আমরা একটি জাতীয় কনভেনশনের আয়োজন করবো।’

জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী প্রতিরোধ মোর্চা ‘মুক্তিযুদ্ধের চেতনার সুদৃঢ় ঐক্যে জাগো বাঙালি, জাগো মানবতা’ স্লোগান নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে।

আবেদ খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যাপক এম এম আকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবীর, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারপারসন অধ্যক্ষ আবদুল আহাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজল দেবনাথ, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, পীযুষ বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক অঞ্জন রায়, ব্যারিস্টার তুরীন আফরোজ, সাবেক ছাত্রনেতা শফি আহমেদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল প্রমুখ।

আবেদ খান বলেন, এ মতবিনিময় সভার মধ্য দিয়ে প্রতিরোধ মোর্চার কার্যক্রম শুরু হলো। এই মোর্চা শহীদ জননী জাহানারা ইমামের অসমাপ্ত যুদ্ধ সমাপ্ত করবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ এই আন্দোলনে ডিইউজে’র সর্বাত্মক সমর্থন ও সংহতি জ্ঞাপন করেন। তিনি এই ঐক্যবদ্ধ আন্দোলনে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

একে/আরআইপি