ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বেসরকারি শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণে ৬ দফা দাবি

প্রকাশিত: ১২:১১ পিএম, ১৪ নভেম্বর ২০১৫

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকদের বেতন ভাতা বৈষম্য দূর করাসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে লিখিত ভাবে এ দাবি জানান সংগঠনের সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক।

দাবিগুলো হলো-

১. শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে শিক্ষানীতি-২০১০ দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

২. সরকারি ও বেসরকারি বৈষম্য দূর করার লক্ষ্যে সরকারি শিক্ষক-কর্মচারীদের সমপরিমাণ বার্ষিক প্রবৃদ্ধি, বাড়ি ভাড়া, উৎসব ভাতা, মেডিকেল ভাতা প্রদান করতে হবে।

৩. বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর গ্রহণের পর এক বছরের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা প্রদান করতে হবে।

৪. প্রস্তাবিত সংশোধিত জনবলকাঠামো বাস্তবায়ন ও অনুমোদিত শাখায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তি এবং কর্মচারীদের সার্ভিস রুলস দ্রুত বাস্তবায়ন করতে হবে।

৫. বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী নিয়োগের জন্য অবিলম্বে পৃথক একটি ‘শিক্ষা সার্ভিস কমিশন’ গঠন ও স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা করতে হবে।

৬. নন এমপিওভুক্ত শিক্ষকদের এমপিওভুক্ত করতে হবে।
 
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রঞ্জিত কুমার সাহা, অলকা ঘোষ, সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কাওছার আলী শেখ, কোষাধ্যক্ষ মুহাম্মদ শহীদুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মণি হালদার, সহ-দফতর সম্পাদক মো. ইকবাল,সদস্য, অধ্যাপক আবু জামিল মো. সেলিম প্রমুখ।

এনএম/এসকেডি/আরআইপি