ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গুলশানে ব্যবসায়ী হত্যায় জড়িত সন্দেহে আটক ৩

প্রকাশিত: ০৭:৫৬ এএম, ০৮ নভেম্বর ২০১৪

রাজধানীর গুলশানে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী হত্যার ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

শনিবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১-এর সদস্যরা রাজধানী ও ময়মনসিংহে অভিযান চালিয়ে তাদের আটক করে।

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, নিহত নজরুল ইসলাম গুলশান-১ নম্বরে মানি এক্সচেঞ্জ ব্যবসা করতেন। গত ১৩ অক্টোবর সোমবার বিকেলের দিকে তাকে কে বা কারা ফোন করে গুলশান-২ অবস্থিত হোটেল আমারির ৭০১ নম্বরের রুমে ডেকে নেয়। পরে রাত ৮টার দিকে সেখান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর গুলশান থানার পুলিশ, মহানগর গোয়েন্দা পুলিশ ও র‌্যাবের পৃথক তিনটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এর পরই গুলশান থানার পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জড়িতদের ধরতে অভিযানে নামে।