করোনায় সুস্থতার হার ৮৮.৯৯ শতাংশ
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত এক হাজার ৫০৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৫৬ হাজার ৭০ জনে।
গত ২৪ ঘণ্টায় ১৮০টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৪০৮টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ২২৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩২ লাখ ১৪ হাজার ৩৪৪টি। এ সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ২৩৫ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ১২ হাজার ৪৯৬ জনে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ৮ দশমিক শূন্য ১১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৯৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৯৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৭ শতাংশ।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা এক হাজার ৫০৭ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ১৫২ জন, চট্টগ্রাম বিভাগে ২৩২ জন, রংপুর বিভাগে ২৩ জন, খুলনা বিভাগে ৩২ জন, বরিশাল বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, সিলেট বিভাগে ২৫ জন এবং ময়মনসিংহ বিভাগে তিনজন রয়েছেন।
এমইউ/জেএইচ