ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিভিন্ন বন্দরে যাত্রী স্ক্রিনিং সংখ্যা ১৪ লাখ ছাড়াল

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:০৮ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০

মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ফেব্রুয়ারি মাস থেকে দেশের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্রবন্দর ও রেল স্টেশন দিয়ে আগত বিদেশফেরত যাত্রীদের হেলথ স্ক্রিনিং অব্যাহত রয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) পর্যন্ত দেশের বিভিন্ন বন্দর ও রেল স্টেশন দিয়ে আগত ১৪ লাখেরও বেশি বিদেশফেরত যাত্রীর স্ক্রিনিং সম্পন্ন হয়েছে।

বিদেশফেরত ১৪ লাখ ৮ হাজার ৪৬৯ জন যাত্রীর মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ তিনটি বিমানবন্দর দিয়ে (চট্টগ্রাম ও সিলেট) ৯ লাখ ১৫ হাজার ৬৫৭ জন, স্থলবন্দরে ৪ লাখ ২৭ হাজার ৯৩২ জন এবং সমুদ্রবন্দরে ৫৭ হাজার ৮৫১ জন যাত্রীর স্ক্রিনিং সম্পন্ন হয়।

এছাড়া ক্যান্টনমেন্ট রেল স্টেশনে এখন পর্যন্ত ৭ হাজার ২৯ জনের স্ক্রিনিং করা হয়। বর্তমানে আন্তঃদেশীয় রেল যোগাযোগ বন্ধ থাকায় ক্যান্টনমেন্ট রেল স্টেশনে স্ক্রিনিং কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড অপারেশন সেন্টার কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৫৯ জনের স্ক্রিনিং করা হয়। তাদের মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ হাজার ২২৮ জন, স্থলবন্দরে ৭২৭ জন এবং সমুদ্রবন্দরে ২০৪ জন যাত্রীর স্ক্রিনিং করা হয়।

এমইউ/এআরএ/এমকেএইচ