ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনা ভ্যাকসিন দেশের ল্যাবে পরীক্ষা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভ্যাকসিন পরীক্ষা করার জন্য যে ল্যাব এখানে আছে এটি অত্যাধুনিক। ভ্যাকসিনের দুটি অংশ আছে। একটি বায়োলজিক্যাল আরেকটি কেমিক্যাল অংশ। বায়োলজিক্যাল অংশটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিয়েছে। কেমিক্যাল অংশটি অনুমোদনের পর্যায়ে রয়েছে। অল্পদিনের মধ্যেই সে অনুমোদন পাবো বলে আশা করছি। আগামীতে এই ল্যাবরেটরিতে কোভিড ভ্যাকসিনও পরীক্ষা করা হবে এবং এখানে যা যা কিছু প্রয়োজন আছে সবকিছুই করা হবে।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে ওষুধ প্রশাসন অধিদফতরের ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিতে ভ্যাকসিন ল্যাব পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এই ল্যাবগুলোতে ভ্যাকসিন টেস্ট করা হয়। ভ্যাকসিনের গুণগত মান দেখা হয়। আমারা দেশে ৯টি ভ্যাকসিন টেস্ট করে থাকি। এখন আরও একটি যোগ হলো, কোভিড ভ্যাকসিন।

এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমানসহ ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এওয়াইএইচ/এমএইচআর/এমকেএইচ