ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বৈরুতে বোমা হামলা : প্রধানমন্ত্রীর নিন্দা

প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ১৩ নভেম্বর ২০১৫

বৈরুতে সন্ত্রাসীদের দু’টি বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তার সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

শুক্রবার লেবাননের প্রধানমন্ত্রী তাম্মাম সালামের কাছে পাঠানো এক শোকবার্তায় এ অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার ওই হামলায় লেবাননের ৪৩ নাগারিক নিহত এবং ২৪০ জন আহত হয়েছে।

শেখ হাসিনা বলেন, সকল প্রকার সন্ত্রাসের বিরুদ্ধে আমি বাংলাদেশের নিন্দার কথা পুনর্ব্যক্ত করছি। আমার সরকার সন্ত্রাসের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।

তিনি বলেন, অভিশপ্ত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে লেবানন এবং বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে এক সঙ্গে কাজ করতে আমরা আমাদের সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।

প্রধানমন্ত্রী বলেন, ১২ নভেম্বর সন্ধ্যায় বৈরুতে সন্ত্রাসীদের দু’টি বোমা হামলায় ৪৩ জন নিহত ও ২৪০ আহত হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত।

বার্তায় শেখ হাসিনা বলেন, আমি আপনার (তাম্মাম সালাম) মাধ্যমে এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের সদস্য এবং লেবাননের জনগণের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি। আমরা এই বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।

বাংলাদেশের জনগণও আমার সঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে আপনার দেশের ও অঞ্চলের লড়াইয়ের প্রতি সংহতি প্রকাশ করছে।

প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

একে/এমএস