ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে নির্মাণাধীন দেয়াল ধসে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০২:৪২ পিএম, ২৬ ডিসেম্বর ২০২০

চট্টগ্রাম নগরে নির্মাণাধীন সীমানা প্রাচীরের দেয়াল ধসে এক শ্রমিক প্রাণ হারিয়েছেন। নিহত শ্রমিকের নাম সালাউদ্দিন (১৮)।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কোতোয়ালী থানাধীন লাভ লেন এলাকার আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন নগরের এনায়েত বাজারের গোয়ালপাড়া রেলওয়ে হাসপাতাল কলোনিতে পরিবার নিয়ে থাকতেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, নির্বাচন কমিশন অফিসের পাশে একটি খালি জায়গায় কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। এ সময় দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলেই এক শ্রমিক নিহত হন।

আহত আরও দুইজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আবু আজাদ/বিএ/জেআইএম