ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনায় ঢাকায় মৃতের সংখ্যা চার হাজার ছাড়াল

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৫০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২০

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৭ হাজার ৩৯৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে কেবল ঢাকা বিভাগেই মারা গেছেন চার হাজারের বেশি রোগী।

চলতি বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর প্রথম রোগী শনাক্ত হওয়ার ১০ দিন পর ১৮ মার্চ প্রথম রোগীর মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, শুক্রবার (২৫ ডিসেম্বর) পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত মোট মৃতের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ চার হাজারের বেশি রোগীর মৃত্যু হয়। আর সর্বনিম্ন মৃত্যু হয় ময়মনসিংহ বিভাগে পৌনে দু’শয়ের কম।

বিভাগওয়ারী মৃত ও শতাংশের হিসেবে দেখা গেছে, দেশের আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগে চার হাজার ৪৪ জন (৫৪ দশমিক ৬৬ শতাংশ), চট্টগ্রাম বিভাগে এক হাজার ৩৭৯ জন (১৮ দশমিক ৬৪ শতাংশ), রাজশাহী বিভাগে ৪৩১ জন (পাঁচ দশমিক ৮৩ শতাংশ), খুলনা বিভাগে ৫২২ জন (সাত দশমিক শূন্য ৬ শতাংশ), বরিশাল বিভাগে ২৩৬ জন (তিন দশমিক ১৯ শতাংশ), সিলেট বিভাগে ২৯০ জন (তিন দশমিক ৯২ শতাংশ), রংপুর বিভাগে ৩৩৩ জন (চার দশমিক ৫০ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ১৬৩ জন (দুই দশমিক ২০ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় মোট মৃত ২০ জনের মধ্যে ঢাকায় ১২ জন, চট্টগ্রামে তিনজন, খুলনায় দুইজন, রংপুরে দুইজন এবং ময়মনসিংহের একজন রয়েছেন।

এমইউ/এমআরআর/জেআইএম