ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শিল্পপতি এম এ হাসেমের জানাজা শুক্রবার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৪৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০

বিশিষ্ট শিল্পপতি ও পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাসেমের নামাযে জানাজা শুক্রবার (২৫ ডিসেম্বর) গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। ওই দিন জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। এম এ হাসেমের বড় ছেলে আজিজ আল কায়সার টিটো গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

এর আগে বুধবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন এম এ হাসেম। করোনা পজিটিভ হওয়ার পর গত ১১ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর অক্সিজেন স্যাচুরেশন ১০০-এর নিচে নেমে গেলে গত ১৬ ডিসেম্বর থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

ইএআর/এআরএ/এমকেএইচ