ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পহেলা অগ্রহায়ণকে ‘জাতীয় নবান্ন উৎসব দিবস’ ঘোষণার দাবি

প্রকাশিত: ০৮:৫৭ এএম, ১৩ নভেম্বর ২০১৫

পহেলা অগ্রহায়ণকে ‘জাতীয় নবান্ন উৎসব দিবস’ ঘোষণা করে সরকারি ছুটির দাবি জানিয়েছে জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক শাহরিয়ার সালাম বলেন, কৃষি সভ্যতার শুরু থেকেই ফসল তোলার উৎসব উদযাপিত হয়। বাংলাদেশের সব ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর প্রধান উৎসব ‘নবান্ন’। কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও বর্তমানে রাষ্ট্রীয়ভাবে তো দূরের কথা, সাড়ম্বরে দিবসটি উদযাপনই কষ্টসাধ্য।

আগামী ১৫ নভেম্বর পহেলা অগ্রহায়ণ `এসো মিলি নবান্নের উৎসবে` স্লোগানকে সামনে রেখে সংগঠনটির উদ্যোগে নবান্ন উৎসব উদযাপিত হবে বলেও জানানো হয়।

ঢাকা বিশ্ববদ্যালয়ের চারুকলার বকুলতলায় ওইদিন সকাল সাতটায় ভোরের রাগ সঙ্গীতের মধ্যদিয়ে উৎসবের সূচনা হবে। এছাড়া নবান্ন উৎসবে গারোদের ওয়ানগালা নৃত্য, আবৃত্তি, ঢাক-ঢোলের বাদনসহ নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারপারসন লায়লা হাসান মাহমুদ সেলিম,সদস্য  কাজী মদিনা, বাবুল বিশ্বাস প্রমুখ।

এএস/এসকেডি/পিআর