ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গোল্ডেন মনির সংশ্লিষ্টতা : রাজউক পরিচালককে দুদকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২৯ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০

বিপুল অর্থ, মাদক ও স্বর্ণসহ গ্রেফতার মনির হোসেনের (গোল্ডেন মনির) অবৈধ সম্পদ ও প্লট জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে রাজউকের পরিচালক শেখ শাহিনুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় কমিশনের উপ-পরিচালক সামছুল আলমের নেতৃত্বে রাজউকের এই পরিচালাককে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। দুদকের গণমাধ্যম শাখা বিষয়টি নিশ্চিত করেছে।

গত ৯ ডিসেম্বর শেখ শাহিনুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে হাজির হতে বলা হলেও তিনি সেসময় আসেননি। এরপর সময় চেয়ে আবেদন করলে রাজউকের এই পরিচালককে ২৩ ডিসেম্বর সময় দেয় দুদক।

গোল্ডেন মনির সংশ্লিষ্টতার অভিযোগে গত ৯ ডিসেম্বর গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসুকে ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করে দুদক। তার আগের দিন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সিবিএ নেতা আবদুল জলিল ও নিম্নমান সহকারী সিবিএর সাবেক নেতা মো. ওবায়দুল্লাহ হককে জিজ্ঞাসাবাদ করে দুদক। গত ২৬ নভেম্বর গোল্ডেন মনির ও তার স্ত্রী রওশন আক্তারের সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুদক।

এসএম/এসএইচএস/জেআইএম