ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নূর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রকাশিত: ০৮:৪৮ এএম, ১৩ নভেম্বর ২০১৫

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল ইসলাম এই নির্দেশ দেন। সাত খুনের দুই মামলাসহ মোট ১১টি মামলায় নূর হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে শুক্রবার দুপুর আড়াইটার দিকে তাকে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল ইসলামের আদালতে তাকে হাজির করা হয়। সকাল সাড়ে ৮টায় ঢাকার র‌্যাব-১ কার্যালয় থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নূর হোসেনকে নারায়ণগঞ্জের পুলিশ লাইন্সে নিয়ে যাওয়া হয়েছিল।
 
এদিকে নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তার পেছনে কারা জড়িত রয়েছে তা বেরিয়ে আসবে বলে নিহতের পরিবারসহ নারায়ণগঞ্জের সচেতন মহল মনে করছেন। এছাড়া নূর হোসেনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী বর্তমান কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটি। একই সঙ্গে তিনি যে মামলাটি করেছেন সেই মামলার পুনরায় তদন্ত দাবি করেছেন। নূর হোসেনকে নারায়ণগঞ্জে নিয়ে আসার পর নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি তার প্রতিক্রিয়ায় এ কথা বলেন।

উল্লেখ্য, গত বছরের (২০১৪ সাল) ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের কাছ থেকে পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করেন র‌্যাব-১১-এর কতিপয় সদস্য। এর তিনদিন পর শীতলক্ষ্যা নদীতে হাত-পা বাধা অবস্থায় সাত জনেরই মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় আরেক কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে দুটি মামলা দায়ের করা হয়।

এআরএস/এমএস

আরও পড়ুন