ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন : স্বেচ্ছাসেবীর দায়িত্বে শিক্ষার্থীরা

প্রকাশিত: ১২:২৫ পিএম, ১২ নভেম্বর ২০১৫

আগামী ১৪ নভেম্বর শনিবার ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচি বাস্তবায়নে সারাদেশের শিক্ষার্থীদের ক্যাম্পেইন কেন্দ্রে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। বৃহস্পতিবার বিকেলে এ সংক্রান্ত একটি নির্দেশনা সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে বলে মাউশি সূত্রে জানা গেছে।
 
জানা যায়, শিক্ষামন্ত্রণালয়ের উপসচিব সালমা জাহান সাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে- শনিবার সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সারাদেশে অনুষ্ঠিত হবে। ওই দিন ৬ বছর থেকে ১২ বছর বয়সী শিশুদের একটি নীল রঙের (১ লক্ষ আই ইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের (২ লক্ষ ইউ) উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়াও পুষ্ঠি বিষয়ে জনসচেতনতার জন্য প্রচারণা চালানো হবে। এতে শিক্ষকদের কর্তৃক শিক্ষার্থীদের ক্যাম্পেইন কেন্দ্রে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার জন্য উদ্বুদ্ধ করাসহ সংশ্লিষ্ট সকলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেয়া হয়েছে।
 
এনএম/আরএস/পিআর