গায়ে কাদামাটি, হাতে ‘বন্দুক’ ওদের
বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে মুজিব কর্নার উদ্বোধন করে বুধবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় গুলশান-২ এ নগরভবনে ফিরছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আতিকুল ইসলাম। বনানী ২৭ নম্বর বাড়ির সামনে হঠাৎ গাড়িবহর থামাতে বললেন তিনি।
গাড়ি থেকে দেখলেন, একদল পথশিশু শরীরে কাদামাটি মেখে এবং বাঁশের কঞ্চি দিয়ে বন্দুক বানিয়ে মুক্তিযোদ্ধা সেজেছে। বিভিন্ন দিকে বন্দুক তাক করে মিছেমিছি যুদ্ধ করছে।
এমন দৃশ্য দেখে গাড়ি থেকে নেমে শিশুদের দিকে এগিয়ে গেলেন মেয়র আতিকুল ইসলাম। মেয়রকে দেখে দৌড়ে কাছে গেল শিশুরা। একহাতে বন্দুক রেখে অন্যহাতে মেয়রকে স্যালুট দিল তারা। মেয়র আরেকটু এগিয়ে তাদের সঙ্গে হাত মেলালেন। সঙ্গে সঙ্গে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে লাগল শিশুরা। এমন দৃশ্য দেখে হাততালি দিলেন পথচারীরা।
আতিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিজয়ের দিনে এমন দৃশ্য দেখে মনটা আরও ভালো হয়ে গেল। এই তরুণ প্রজন্মই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তারা বর্তমান প্রজন্মের মুক্তিযোদ্ধা। তাদের জন্য শুভকামনা রইল।
আতিকুল ইসলাম এই শিশুদের সঙ্গে প্রায় ২০ মিনিট সময় দেন। যাওয়ার আগে শিশুদের সঙ্গে জয় বাংলা স্লোগান দিয়েছেন। এছাড়া মিষ্টি খাওয়ার জন্য শিশুদের ৫০০ টাকা দিয়েছেন।
এই ছয়জন শিশু কড়াইল বস্তিতে থাকে। তাদের মধ্যে মো. রানা জানায়, তাদের বস্তির অনেক শিশু এই সাজে সেজেছে। তারা সকালে একসঙ্গে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। যে এলাকায় তারা যাচ্ছে সবাই তাদের দেখে অবাক হচ্ছেন। অনেকে তাদের সঙ্গে ছবি এবং ভিডিও করছেন।
এমএমএ/বিএ/এমএস