বগুড়ায় বিশ্ববিদ্যালয় হবে : প্রধানমন্ত্রী
বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বঙ্গবন্ধু সেতু থেকে বগুড়া হয়ে রংপুর পর্যন্ত রেললাইন স্থাপন ও বগুড়াকে একটি আদর্শ শিল্প নগরী হিসেবে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা আওয়ামী লীগের এক জনসভায় তিনি এ ঘোষণা দেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে প্রধানমন্ত্রী বলেন, তিনি লন্ডনে বসে বিদেশি হত্যা চেষ্টা করছেন। তার উদ্দেশ্য বিশ্বের কাছে দেশেকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিত করা। কিন্তু বাংলার মানুষ তা হতে দিবে না।
এদিকে, প্রধানমন্ত্রীর সফর ও জনসভাকে কেন্দ্র করে শহরজুড়ে নজিরবিহীন নিরাপত্তা-ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে গোটা বগুড়া শহর।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে করে বগুড়া সেনানিবাসে আসেন প্রধানমন্ত্রী। সেখানকার কর্মসূচি শেষ করে বিকেলে জনসভায় যোগ দেন তিনি।
এএইচ/এআরএ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা