ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

থালা হাতে অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা

প্রকাশিত: ০৭:২২ এএম, ১২ নভেম্বর ২০১৫

এমপিওভুক্তির দাবিতে ১৮ তম দিনে থালা হাতে অবস্থান কর্মসূচি পালন করছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন। জাতীয় প্রেসক্লাবের সামনে শূন্য থালা হাতে এই অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

দীর্ঘ ১৭ দিন পার হলেও সরকারের পক্ষ থেকে কোন সাড়া না পাওয়ায় শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের তীব্র সমালোচনা করেন তারা।

কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক তাপস কুমার কুন্ড, সিনিয়র সহ সভাপতি আবুল কামাল আজাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক বেলোয়ারা খানম প্রমুখ।

এর আগে শিক্ষক -কর্মচারীরা ২৬-২৭ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে ও ২৮-২৯ জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এর পর ৩০ অক্টোবর থেকে ৬ দিন অনশন কর্মসূচি পালনকালে শিক্ষক কর্মচারীরা অসুস্থ হয়ে পড়ায় নাগরিক সমাজের অনুরোধে অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেয় তারা। কিন্তু অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষক কর্মচারীরা।

এএস/এআরএস/আরআইপি