ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র : পাটমন্ত্রী

প্রকাশিত: ১১:১২ এএম, ১২ জুলাই ২০১৪

পাট ও বস্ত্রমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক বলেছেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এ দেশের আপামর জনসাধারণ অসাম্প্রদায়িক চেতনায় লালিত।’

এখানে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ রেখে শান্তিপূর্ণ সহাবস্থানে আবহমানকাল ধরে বসবাস করে আসছেন। নওগাঁর মান্দা উপজেলায় হিন্দ্র সম্প্র্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শনিবার দুপুরে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

উপজেলার প্রসাদপুর বাজারে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দিরে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মন্দিরের সভাপতি বিষ্ণুপদ সরকার।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- মান্দা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ এমদাদুল হক মোল্লা, সহ-সভাপতি ব্রহানী সুলতান মাহমুদ গামা, সাধারণ সম্পাদক স ম জসিমুদ্দিন, যুবলীগ সভাপতি অ্যাডভোকেট নাহিদ মোর্শদ বাবু ও মন্দিরের সাধারণ সম্পাদক অলক কুমার মোহন্ত। পরে মন্ত্রী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।