ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনাভাইরাস: গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৪ দশমিক ৯৩ শতাংশ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:২০ পিএম, ১১ ডিসেম্বর ২০২০

দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সুস্থতার হার আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৪ দশমিক ৯৩ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় যা ছিল ৮৩ দশমিক ০৯ শতাংশ।

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৪০টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৬৪৪টি নমুনা সংগ্রহ এবং ১৬ হাজার ৩২৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৯ লাখ ৪৪ হাজার ২৫২টি। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৮৪ জন। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৮৬৬ জন। এ নিয়ে মোট সুস্থ ৪ লাখ ১৪ হাজার ৩১৮ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৯৩ শতাংশে দাঁড়িয়েছে।

এই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩ হাজার ৭৭ জন সুস্থ হয়ে উঠেছেন। অন্যান্য বিভাগের মধ্যে- চট্টগ্রামে ৬১৬ জন, রংপুরে ৪৫ জন, খুলনায় ২৭ জন, বরিশালে ২০ জন, রাজশাহীতে ৩৩ জন ও সিলেটে ৪৮ জন রয়েছেন। এই সময়ের মধ্যে শুধু ময়মনসিংহ বিভাগে কোনো করোনা রোগী সুস্থ হননি।

এমইউ/এসএস/জেআইএম