ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শিক্ষকদের আন্দোলনের মর্যাদাপূর্ণ সমাধান চাইলেন রওশন

প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১১ নভেম্বর ২০১৫

বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনরত ও দেশব্যাপি আন্দোলনরত শিক্ষকদের মর্যাদাপূর্ণ সমাধান চেয়েছেন সরকারের কাছে। জাতীয় সংসদের বুধাবার রাতে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় নেতা এ আহ্বান জানান।

ননএমপিওভুক্ত শিক্ষকদের এমপিওভুক্ত করার দাবি জানিয়ে রওশন বলেন, প্রধানমন্ত্রী এর একটা সুরাহা করুন। শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হলে আন্দোলন বন্ধ হয়ে যাবে।শিক্ষকদের পেশার মর্যাদার কথা বিশেষভাবে চিন্তা করে এর সম্মানজনক সুরাহা করতে হবে।
 
রওশন এরশাদ বলেন, বর্তমান সরকার অষ্টম পে-স্কেল ঘোষণার করেছে। এতে শিক্ষকদের খুশি হওয়ার কথা ছিল, কিন্তু বিপত্তি অন্যখানে তাদের সিলেকশন গ্রেড ও  টাইম স্কেল বাতিল করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের ৩৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এতে তাদের সামনে পদোন্নতির আর কোন আশা নেই, যে কারণে তাদের মনে ক্ষোভ দেখা দিয়েছে। তারা আন্দোলন করছে। ফলে কয়েক লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষকদের মর্যাদার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী এর একটি মর্যাদাপূর্ণ সমাধান করবেন।  

এইচএস/জেডএইচ/এমএস