ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

একমাসেই ৩৩ হাজার কেজি পলিথিন জব্দ

প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১১ নভেম্বর ২০১৫

চলতি বছরের অক্টোবর মাসে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২৮টি প্রতিষ্ঠানের কাছ থেকে ৩৩ হাজার ৯০৪ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। পাশাপাশি ৮ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন। জাতীয় সংসদে বুধবার সিলেট-৩ আসনের মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের উত্তরে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
 
বনমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বন্ধে আইন প্রয়োগের জন্য র্যা ব, পুলিশ ও সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বয়ে ৮টি ট্রাস্ক ফোর্স গঠন করা হয়েছে। ট্রাস্ক ফোর্সসমূহের কার্যক্রম চলমান আছে।

তিনি আরো বলেন, চলতি বছরের অক্টোবর মাসে ৩টি ট্রাস্ক ফোর্স অভিযান পরিচালনাপূর্বক ২৮টি প্রতিষ্ঠান হতে ১৫ হাজার ৭০৭ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করে এবং ১ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা আদায় করে। এ ছাড়া একই সময়ে পরিবেশ অধিদফতর নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনাপূর্বক ১০০টি প্রতিষ্ঠানের নিকট হতে ১৮ হাজার ১৯৭ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করে এবং ৬ লাখ ৫২ হাজার টাকা জরিমানা আদায় করে।

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের উত্তরে পরিবেশমন্ত্রী বলেন, পরিবেশ অধিদফতর কর্তৃক চলমান এনফোর্সমেন্ট কার্যক্রমের আওতায় গত ৩১ জুলাই ২০১০ হতে ৩১ অক্টোবর ২০১৫ পর্যন্ত মোট ২ হাজার ২৬২টি প্রতিষ্ঠানের নিকট হতে ক্ষতিপূরণ বাবদ ১৩৯ কোটি ৭১ লাখ টাকা আদায় করা হয়েছে।

এইচএস/জেডএইচ/এমএস