ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

যেকোনো মুহূর্তে নূর হোসেনকে ফেরত আনা হবে

প্রকাশিত: ১১:৫৬ এএম, ১১ নভেম্বর ২০১৫

নারায়ণগঞ্জের ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে যেকোনো সময় দেশে ফিরিয়ে আনা হতে পারে। তাকে দেশে ফেরানোর সকল প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 
নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘তাকে ফিরিয়ে আনার যাবতীয় কাগজপত্র প্রস্তুত রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এগুলো জমাও দেয়া রয়েছে। যেকোনো মুহূর্তে তাকে ফিরিয়ে আনা হতে পারে।’
 
এর আগে ২০১৪ সালের এপ্রিলে নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ এবং পরে হত্যার ঘটনায় ওয়ার্ড কমিশনার নূর হোসেনকে দায়ী করা হয়। এ ঘটনার পর পরই ভারতে পালিয়েছিলেন নূর হোসেন। একই বছরের জুনের ১৪ তারিখ তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। অবশেষে চলতি বছরের ১৬ অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গের একটি আদালত পরবর্তী দুই মাসের মধ্যে তাকে বাংলাদেশের কাছে প্রত্যার্পণ করার নির্দেশ দেন।
 
আদালতের আদেশের ২৪দিন পরও তাকে ফিরিয়ে আনা হয়নি। তবে বুধবার উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের পর নূর হোসেনকে ফিরিয়ে আনার গুঞ্জন ওঠে। ২০১৩ সালে ভারত-বাংলাদেশের স্বাক্ষরিত বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে এ মাসেই নূর হোসেনকে ফিরিয়ে আনা হচ্ছে বলে জানা গেছে।
 
তবে তাকে ফিরিয়ে আনার দিন তারিখ স্পষ্ট করে জানায়নি স্বরাষ্ট্র, পররাষ্ট্র কিংবা পুলিশ হেড কোয়ার্টার্সের কোনো কর্মকর্তা।
 
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, নূর হোসেনকে ফিরিয়ে আনতে পুলিশ হেড কোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার সমমর্যাদার একজন এবং পুলিশের নারায়ণগঞ্জ রেঞ্জের দু’জন কর্মকর্তা শিগগিরই ভারত যেতে পারেন।
 
এ বিষয়ে মহিদ উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘নূর হোসেনকে দেশের ফিরিয়ে আনার অফিশিয়াল অনুমতি এখনো পাইনি। তবে ডিপ্লোম্যাটিক চ্যানেলের সবুজ সংকেত পেলেই ভারত গিয়ে তাকে ফিরিয়ে আনা হবে।’
 
এআর/এসএইচএস/এমএস

আরও পড়ুন