ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রধানমন্ত্রীকে যাত্রী কল্যাণ সমিতির স্মারকলিপি

প্রকাশিত: ১১:০৮ এএম, ১১ নভেম্বর ২০১৫

অধিকতর জনমত যাচাইয়ের মাধ্যমে প্রস্তাবিত ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন-২০১৫’ পাসের দাবিতে প্রধনমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বুধবার বিকেলে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেয়া হয়।

স্মারকলিপির অনুলিপি জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সচিব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে দেয়া হয়েছে।

স্মারকলিপিতে- আইনটি চলতি অধিবেশনে পাস না করে আরো অধিকতর জনবান্ধব আইনে পরিণত করার লক্ষ্যে জনমত যাচাইয়ের জন্য প্রত্যেক জেলায় সংশ্লিষ্টদের নিয়ে গণশুনানি আয়োজনের দাবি জানানো হয়েছে।

এনএম/এসএইচএস/এমএস