ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আইইডিসিআর বলছে আইনমন্ত্রীর করোনা, অন্য রিপোর্টে না

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:২২ পিএম, ০৬ ডিসেম্বর ২০২০

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক করোনায় আক্রান্ত বলে প্রতিবেদন দিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

শনিবার (৫ ডিসেম্বর) রাতে এ প্রতিবেদন দেয় আইইডিসিআর। তবে ওইদিন রাতেই আরেক প্রতিষ্ঠান থেকে প্রতিবেদন আসে, আইনমন্ত্রী করোনায় আক্রান্ত নন।

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ডেভেলপমেন্ট প্লানিং এক্সপেরিয়েন্সেস ইন বাংলাদেশ (ফ্লোয়িং অ্যা প্ল্যানড পথ অব গ্রোথ উইথ অ্যা ভিশন)’ শীর্ষক এক সেমিনারে অংশ নিয়ে এসব তথ্য নিজেই জানান আনিসুল হক।

সকাল ১০টায় শুরু হওয়া এই সেমিনারে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইনমন্ত্রী।

আলোচনা প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘কাল রাত ১১টার সময় আইইডিসিআর থেকে রিপোর্ট পেয়েছি আমি করোনা পজিটিভ। কালকেই রাত আড়াইটার সময় আরেক জায়গা থেকে রিপোর্ট পেয়েছি আমি নেগেটিভ। আমি এখন পজিটিভ আর নেগেটিভের মধ্যে দৌড়াদৌড়িতে আছি।’

পিডি/বিএ/পিআর