মেঘে ঢাকা রাজধানীতে কুয়াশার হাতছানি
শীতের আগমনে সকাল-সন্ধ্যা কুয়াশা হচ্ছে। শিশিরে ভিজছে লতাপাতা। বইছে হিমেল হাওয়া। কখনও সূর্যের দেখা মিলছে, কখনও মিলছে না, মিললেও কখনও থাকছে না তেজ। শীতের আগমনের পর দেশের অনেক জায়গায় এমন আবহ নিত্যসঙ্গী হলেও রাজধানী ঢাকায় এমন আবহ কমই তৈরি হয়েছে।
তবে আজ যেন সেই আবেশ পাচ্ছেন রাজধানীবাসী। ভোর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত হালকা কুয়াশায় আচ্ছন্ন ঢাকা। বইছে হালকা হিমেল হাওয়া। সূর্যের দেখা মিললেও তার নেই কোনো তেজ।
ঢাকায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
ঠাণ্ডার এ আবহ গতকাল থেকে আঁচ করা যাচ্ছিল। তাপমাত্রায়ও তার কিছুটা প্রভাব লক্ষণীয়। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ঢাকায় ২৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ভোর ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পিডি/বিএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ সৌদিতে সেবাদানকারী কোম্পানির সঙ্গে হজ এজেন্সিকে চুক্তির নির্দেশ
- ২ বঙ্গবন্ধু রেল সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলবে মঙ্গলবার
- ৩ পুলিশের দুর্বলতা ছিল বলেই ঘটনা সংঘর্ষের দিকে গেছে: উপদেষ্টা নাহিদ
- ৪ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকে পুলিশ
- ৫ চিন্ময় কৃষ্ণ গ্রেফতারের প্রতিবাদে ডিবিতে সনাতনী মঞ্চের নেতারা