ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মাস্ক না পরায় রাজধানীতে ২০ ব্যক্তিকে দণ্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৩১ পিএম, ০২ ডিসেম্বর ২০২০

জনসাধারণকে মাস্ক পরা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে অভিযান। তারই অংশ হিসেবে বুধবার (০২ ডিসেম্বর) রাজধানীর বাড্ডা লিংক রোডে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ সময় মাস্ক না পরায় ২০ ব্যক্তির কাছ থেকে মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পারসিয়া সুলতানা প্রিয়াংকাসহ ডিএনসিসির তিন ম্যাজিস্ট্রেট।

এদিন দুপুর ১২টায় শুরু হওয়া এ অভিযানে মাস্ক ছাড়া বাইরে বের হওয়া ব্যক্তিদের সচেতন করা হয় এবং সিটি করপোরেশনের পক্ষ থেকে একটি করে মাস্ক উপহার দেয়া হয়। পথচারীদের পাশাপাশি গণপরিবহণের যাত্রীরাও মাস্ক পরছেন কি না তাও মনিটরিং করেন ভ্রাম্যমাণ আদালত।

এ অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা বলেন, ‘আমাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান। কোনো নাগরিককে জেল-জরিমানা করা আমাদের উদ্দেশ্য না। সবাইকে সচেতন করতেই মূলত এটি পরিচালনা করা হচ্ছে। আমরা এর আগেও অভিযান চালিয়েছি। এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।’

তিনি আরও বলেন, ‘সচেতনতার অংশ হিসেবে আমরা নূন্যতম জরিমানার মধ্যে আছি। সচেতন না হলে আমরা উচ্চ জরিমানা করব।’

ইএআর/এসএস/এমকেএইচ